জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব

রাওলাট আইনের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল, তা স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় 1919 খ্রিস্টাব্দে 13 ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে|

জালিয়ানওয়ালাবাগ-হত্যাকাণ্ডের-গুরুত্ব
ব্রিটিশ পতাকা


আফগানিস্তানে সীমান্তে পাঞ্জাবের অবস্থান এবং যুদ্ধের জন্য পাঞ্জাবীদের উপর জোর-জুলুম করা প্রভৃতি কারণে পাঞ্জাবীদের বিরক্ত করে তুলেছিল| পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর রেগিনাল্ড ডায়ারের স্বৈরাচারী শাসনে পাঞ্জাব জ্বলন্ত অগ্নিকুন্ডে পরিণত হয়েছিল|

জালিয়ানওয়ালাবাগ-হত্যাকাণ্ডের-গুরুত্ব
গান্ধীজী
জালিয়ানওয়ালাবাগ-হত্যাকাণ্ডের-গুরুত্ব
গান্ধীজী


আবার গান্ধীজী সহ দুইজন জনপ্রিয় নেতা ডঃ সত্যপাল, ডঃ সইফুদ্দিন কিচলুকের গ্রেপ্তার ও বিনা বিচারে অজ্ঞাত স্থানে আটক করলে অমৃতসরের জনগণ এক শান্তিপূর্ণ সভার আহবান জানান| এই শোভাযাত্রায় পুলিশ গুলি চালায় এবং বহু লোক আহত-নিহত হন|


যে কোন সভা-সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়| পূর্ব নির্ধারিত 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ মাঠে একটি সভা হয়, কিন্তু জেনারেল ডায়ারের নির্দেশে সমবেত 10 হাজার নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ শুরু হয়| এখানে প্রায় 16 রাউন্ড গুলি বর্ষিত হয়, এর মধ্যে 349 জন মারা যায় এবং আহত হয় প্রায় 1200 জন মানুষ|

জালিয়ানওয়ালাবাগের ঘটনা ব্রিটিশ শাসনে স্বৈরাচারী রূপটিকে জনগণের সামনে প্রকাশ করেছিল| ঐতিহাসিক টমসন ও গ্যারেট বলেছেন, "জালিয়ানওয়ালাবাগের ঘটনা সিপাহী বিদ্রোহের মতো একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘটনা, এই কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি বর্জন করেন"|

গান্ধীজী তাঁর ইয়ং ইন্ডিয়া পত্রিকায় বলেছেন, "এই শয়তান ইংরেজ সংশোধন অসম্ভব এবং একে ধ্বংস করতেই হবে"|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  2. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐