প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্ব ও ফলাফল

প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্ব ও ফলাফল ছিল গভীর ও সুদূর প্রসারী| মূলত ইউরোপীয় বিবাদ-বিসংবাদকে কেন্দ্র করে এই যুদ্ধ সংঘটিত হলেও সমগ্র বিশ্বই এর দ্বারা প্রভাবিত হয়েছিল| এরফলে বিশ্বের প্রায় প্রতিটি জাতি ও রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের এক ব্যাপক পরিবর্তন সাধিত হয়|

প্রথম-বিশ্বযুদ্ধের-গুরুত্ব-ও-ফলাফল


প্রথম-বিশ্বযুদ্ধের-গুরুত্ব-ও-ফলাফল
প্রথম বিশ্বযুদ্ধ

প্রথম-বিশ্বযুদ্ধের-গুরুত্ব-ও-ফলাফল
প্রথম বিশ্বযুদ্ধ



প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব

  1. বিপুল সৈন্য ক্ষয় ও অসংখ্য জীবননাশ: এই সর্বগ্রাসী মহাযুদ্ধে যে জীবনহানি হয়েছিল পূর্ববর্তী কোন যুদ্ধে তা কল্পনাও করা যায়নি| মোট সাড়ে ছয় কোটি অংশগ্রহণকারী সৈন্য মধ্যে এক কোটি ত্রিশ লক্ষ সৈন্যই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিল| তাছাড়া যুদ্ধের সময় এবং তার অব্যবহিত পরে খাদ্যাভাব, রোগ ও মহামারীতে যে বিরাট সংখ্যক সাধারণ মানুষের প্রাণনাশ হয়েছিল, তার কোন পরিমাপ হয়নি|
  2. অর্থ ও সম্পদের অপচয়: এই যুদ্ধে ঋণ-সম্পদের ক্ষতি হয়েছিল মারাত্মক| যুদ্ধের সর্বমোট ব্যয় হয়েছিল 27 হাজার কোটি ডলার| এই অর্থ ব্যয় হয়েছিল মানুষের প্রাণনাশ ও ধ্বংসকার্যে| পৃথিবীতে ইউরোপের অর্থনৈতিক আধিপত্য বিনষ্ট হয় এবং যুদ্ধের পর আমেরিকা পৃথিবীর মহাজন দেশে পরিণত হয়| এত অর্থের অপচয়ের ফলে পরবর্তীকালে ইউরোপে তীব্র অর্থ সংকট দেখা দেয়|

প্রথম বিশ্বযুদ্ধের রাজনৈতিক প্রভাব

  1. নতুন রাষ্ট্রের জন্ম: প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপের মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটায়| যুদ্ধোত্তর পৃথিবীতে চারটি বৃহৎ সাম্রাজ্য এবং রাজবংশের পতন ঘটে| এই সাম্রাজ্যগুলি হল- রাশিয়া(রোমানভ বংশ), জার্মানি(হোহেন জোলার্ন বংশ), অস্ট্রো-হাঙ্গেরি(হ্যাপসবার্গ বংশ) ও তুরস্ক(অটোমান বংশ)| এইসব সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠে বেশকিছু নতুন রাষ্ট্র বা কিছু পুরনো রাষ্ট্র পুনগঠিত হয়| যেমন- পোল্যান্ড, বোহেমিয়া, রোমানিয়া, লিথুনিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া প্রভৃতি|
  2. জাতীয়তাবাদের জয়: প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম রাজনৈতিক ফল ছিল জাতীয়তাবাদী ভাবধারার বিস্তার| 1815 সালের ভিয়েনা সম্মেলনে নেতৃবৃন্দ যেখানে জাতীয়তাবাদী ভাবধারাকে সমূলে উৎপাটন করতে সচেষ্ট ছিলেন| যেখানে প্রথম বিশ্বযুদ্ধের অবসানে প্যারিসের শান্তি সম্মেলনে(1919) জাতীয়তাবাদকে স্বীকৃতি দেওয়া হয়| এরফলে বৃহৎ সাম্রাজ্যগুলি ভেঙে এক জাতি গোষ্ঠী ও এক ভাষাভাষী মানুষদের নিয়ে জাতীয় রাষ্ট্র গঠিত হতে থাকে| পূর্বপুরুষ সাম্রাজ্য থেকে আলাদা করে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া নামক রাষ্ট্রের জন্ম হয়| পোলদের একত্রে করে পোল রাষ্ট্রের পুনর্জীবন সাধন করা হলো| অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করে চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া ও হাঙ্গেরি রাষ্ট্র গঠন করা হলো| জাতীয়তার ভিত্তিতেই আলসাস-লোরেন ফ্রান্সকে, শ্লেজউইগ ডেনমার্ককে, ট্রিয়েস্ট ইতালিকে দেওয়া হল|
  3. গণতন্তের প্রসার: জাতীয়তাবাদের পাশাপাশি গণতান্ত্রিক ভাবধারাও প্রসার ঘটে| পোল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, অস্ট্রিয়া, তুরস্ক, জার্মানি, লিথুয়ানিয়া প্রভৃতি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়| 
  4. একনায়কতন্ত্রের উদ্ভব: যুদ্ধ অবসানে ইউরোপের রাষ্ট্রগুলির নানারকম অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হয়| গণতান্ত্রিক পথে এইসব সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ক্রমে একনায়কতন্ত্রের উদ্ভব হয়| উদাহরণ হিসেবে জার্মানি, ইতালি, স্পেন এর কথা বলা যায়|
  5. আন্তর্জাতিকতাবাদের প্রসার: যুদ্ধের পর জাতীয়তাবাদ বৃদ্ধি পায়| মার্কিন রাষ্ট্রপতি উইলসন 14 দফার নীতির উপর ভিত্তি করে League of Nations বা জাতিসংঘ গঠিত হয়| এর প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা| 

প্রথম বিশ্বযুদ্ধের সামাজিক প্রভাব 

  1. নারী সমাজের মর্যাদা বৃদ্ধি: প্রথম বিশ্বযুদ্ধে সামাজিক ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে| নারীমুক্তির ক্ষেত্রে বিশ্বযুদ্ধের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ| যুদ্ধে ক্ষেত্রে অগণিত তুরস্কের মৃত্যু ঘটে| এরফলে কর্মক্ষেত্রে যুবকের অভাবে বিভিন্ন দেশে মেয়েরা কলকারখানায়, স্কুল-কলেজে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এবং তারা পুরুষদের সমান মর্যাদা দাবি করতে থাকে| 
  2. শ্রমিক শ্রেণীর গুরুত্ব: যুদ্ধের সময় শ্রমিক শ্রেণীর নিজেদের শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠে| তারাই কলকারখানায় যুদ্ধের অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন করত| তারা বুঝতে পারে যে, জাতীয় জীবনে তাদের ভূমিকা নেহাত কম নয়|যুদ্ধের পরে তারা নিজেদের জন্য নানা ধরনের অধিকার দাবি করতে থাকে এবং সরকারও সেসব দাবি মেনে নেয়|


তথ্যসূত্র

  1. DK, "World War I".
  2. David Stevenson, "1914 - 1918: The History Of The First World War".

সম্পর্কিত বিষয়

  1. ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব  (আরো পড়ুন)
  2. জাতীয়তাবাদ বলতে কি বুঝায় (আরো পড়ুন
  3. ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন এর সংক্ষিপ্ত ইতিহাস (আরো পড়ুন
  4. ভিয়েনা সম্মেলন ১৮১৫ (আরও পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐