আমির খসরু

সুলতানি আমলের প্রখ্যাত লেখক ছিলেন আমির খসরু| এক অভিবাসী তুর্কি পরিবারে 1253 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের পাতিয়ালিতে তিনি জন্মগ্রহণ করেন| সভাকবি হিসাবে তিনি দিল্লি দরবারে 1290 থেকে আমৃত্যু(1325) পর্যন্ত কর্মরত ছিলেন| অর্থাৎ সুলতান জালালউদ্দিন খলজি থেকে মহম্মদ বিন তুঘলক পর্যন্ত তিনি দরবারে ঘটনাবলীর সাথে জড়িত ছিলেন|

আমির-খসরু



খসরুর উল্লেখযোগ্য রচনাগুলি হল-  "খাজাইন-উল-ফুতুহ", "তুঘলকনামা", নুসিপিহর ইত্যাদি| এর মধ্যে খাজাইন-উল-ফুতুহ গ্রন্থটি ইতিহাস গত উপাদানে সমৃদ্ধ| এই গ্রন্থে আলাউদ্দিনের দাক্ষিণাত্য বিজয় ও তার প্রশাসনিক সংস্কার এবং মোঙ্গল আক্রমণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে| 

আবার তুঘলকনামা গ্রন্থে তিনি সুলতান গিয়াসউদ্দিন তুঘলক এর সিংহাসন দখলের প্রেক্ষাপট ও রাজ্যাভীষেকের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে| খসরুর নুসিপিহর-এ আলাউদ্দিনের পুত্র মোবারক খলজির রাজত্বকাল বর্ণিত আছে| এছাড়া আনিকা বা মসনবী নামক কবিতাগুলি ছিল তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি|

অধ্যাপক পিটার হাডি এর মতে, তাঁর যোগ ছিল সুলতানি দরবারে সাথে| তাই পৃষ্ঠপোষক শাসক, অভিজাতদের সন্তোষ বিধানের জন্য তিনি কাব্যচর্চা করেছেন, সেখানে ঐতিহাসিকের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রকাশ পাওয়া যায় না| তাঁর যোগ ছিল কেবল বর্তমানের সাথে এবং অতীতের ঘটনাবলীকে বর্তমানে কষ্টিপাথরে যাচাই করে ভবিষ্যতে রূপরেখা অঙ্কনের কোন চেষ্টা তিনি করেননি|

তবে একথা সত্য যে, তিনি ছিলেন মূলত কবি| তিনি ইচ্ছাকৃতভাবে কোন ঘটনা গোপন করেননি বা মিথ্যা বলেননি| শুধু অপ্রীতিকর ঘটনা এড়িয়ে গেছেন মাত্র| তিনি অনেক নতুন তথ্য সরবরাহ করেছেন, যা তার যুগকে অনেকাংশে আলোকিত করেছে|

ঐতিহাসিকের কাজ যদি হয় অতীতকে আলোকিত করা এবং অতীত সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি করা, তাহলে তাঁর খাজাইন-উল-ফুতুহ, তুঘলকনামা প্রভৃতি গ্রন্থগুলি সেই উদ্দেশ্য সাধন করেছে| তাই বলা যায় আমির খসরু শুধু কবি নন, একজন যোগ্য ঐতিহাসিক|




তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India".
  3. Satosj Cjamdra, "Medieval India".

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐