ভারতের বড়োলাট লর্ড ওয়াভেল ১৯৪৫ সালে ২৫ শে জুন শিমলায় কংগ্রেস, মুসলিম লীগ, শিখ নেতাদের নিয়ে এক বৈঠকের আহ্বান করেন। শিমলা আলোচনা উদ্দেশ্য ছিল ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার আগে কংগ্রেস, লিগ ও শিখ নেতারা কিভাবে ভারত সরকারের পরিচালনায় সহযোগিতা করতে পারেন তার সূত্র খুঁজে বের করা।
লর্ড ওয়ায়েল (source - click here) |
✍️ সিমলায় অবেল যে পরিকল্পনা পেশ করেন তার মূল ধারা গুলি হল -
(১) ভারতের নতুন সংবিধান রচিত হওয়া পর্যন্ত ভারতীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
(২) বড়লাটের কার্যনির্বাহ পরিশোধে বর্ণ হিন্দু ও মুসলমান সদস্যদের সমসংখ্যক প্রতিনিধি দেওয়া হবে।
(৩) একমাত্র বড়লাট ও প্রধান সেনাপতি ছাড়া কাউন্সিলের ওপর সকল সদস্য ভারতীয়রা হবে না।
(৪) যতদিন ভারতে প্রতি রক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতে ত্যাস্ত থাকবে, ততদিন সামরিক দপ্তরের ভার ব্রিটিশের হাতেই বহাল থাকবে।
✍️ব্যর্থতা অথবা এর পরিণতি কি হয়েছিল ?
লর্ড ওয়াভেলের পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছিল কংগ্রেস ও লীগের মতো পার্থক্যে জন্য জিন্না বড়লাটের শাসন পরিশোধে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগ সদস্যদের সমান সংখ্যক আসন দাবি করেন।
∆ শিখ ও হিন্দু সম্প্রদায়ের নেতারাও ওয়াভেল পরিকল্পনার বিরোধিতা করেন। কেননা তাদের মতে এই প্রস্তাবে কংগ্রেস ও লীগের চেয়ে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। মাওলানা আজাদের মতে, ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানের আদর্শ সমাধান করতে পারেনি বা আন্তরিকতা ছিল না। সরকারের উচিত ছিল লীগের আপত্তিতে কান না দিয়ে কংগ্রেস ও অন্যান্য দলগুলি নিয়ে অগ্রসর হওয়া। এইসব বিভিন্ন কারণে ওয়াভেল পরিকল্পনা ব্যর্থ হয়।
............. সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
👉 তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।